নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি) শিক্ষার্থীরা রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দুরা এলাকায় তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা দুই ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখায় উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। যদিও কিছু সময়ের জন্য তারা যান চলাচলের সুযোগ দেন, পরে আবার অবরোধ শুরু করে বিক্ষোভ চালান।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
