Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeআইন ও বিচারলালপুরের চরাঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযান, আগ্নেয়অস্ত্রসহ ২০ জন আটক

লালপুরের চরাঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযান, আগ্নেয়অস্ত্রসহ ২০ জন আটক

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত চলা এই অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানটি পরিচালনা করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিভিন্ন ইউনিট—র‍্যাব, ডিবি ও এপিবিএন-এর প্রায় চার শতাধিক সদস্য। অভিযান চলে চর জাজিরা, চর লালপুর ও চর দিয়ার বাহাদুরপুরসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায়।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজন হ্যাকার, একজন সাজাপ্রাপ্ত আসামি, ছয়জনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। এছাড়া একজন হত্যা মামলার আসামি ও দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চর দিয়ার বাহাদুরপুর এলাকার একটি বালুমহালের ছাউনিতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়—একটি দেশীয় ওয়ান-শুটার গান ও একটি রিভলভার।

এছাড়া উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি বড় ড্যাগার, ২২টি হাঁসুয়া, চারটি চাকু, দুটি চাপাতি ও দুটি ছোরা। অভিযানস্থল থেকে একটি টিউবওয়েল ও বালু বিক্রির বেশ কিছু রসিদও জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, “লালপুর উপজেলার চরাঞ্চল ও পদ্মা নদী সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

এই বাংলা/এমএস

টপিক