Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeক্যাম্পাসখানসামা ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ

খানসামা ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা যায়, কলেজটির নিয়মিত অধ্যক্ষ মো. আনিছুর রহমান ২০১৬ সালে অবসর গ্রহণের পর পদটি শূন্য হয়। এরপর প্রভাষক সাইফুল ইসলাম ২০১৬ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় রাজনৈতিক কারণে কলেজে অনিয়মিত হয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে মো. জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুযায়ী, অধ্যক্ষের পদ শূন্য হলে কলেজের উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠতম পাঁচজন শিক্ষকের মধ্য থেকে কাউকে সর্বোচ্চ ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিতে হবে এবং ওই সময়ের মধ্যেই নিয়মিত অধ্যক্ষ নিয়োগ সম্পন্ন করতে হবে। এক বছরের বেশি সময় দায়িত্বে থাকলে সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকৃতি দেবে না।

এই প্রেক্ষিতে কলেজের সহকারী অধ্যাপক মো. রশীদুল ইসলাম ৩১ আগস্ট ২০২৫ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন যে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান জ্যেষ্ঠতার ক্রমে শীর্ষ পাঁচজন শিক্ষকের মধ্যে নন। সিনিয়র প্রভাষক নবকান্ত শর্মা দায়িত্ব নিতে অনিচ্ছুক হওয়ায়, বিধি অনুযায়ী তাকে (রশীদুল ইসলাম) দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত ব্যবস্থা নিয়ে কলেজের অ্যাডহক কমিটির সভাপতিকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দেয়।
বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত স্মারক নং–০৭ (র-৭৭৮) আতিঃচ্ছি/কঃপঃ/কোড-৩৪৪৫/৯৮২৯, তারিখ ০৩ নভেম্বর ২০২৫—এর প্রজ্ঞাপনে বলা হয়, “জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত)-২০১৯ এর ধারা ৪ (২)(১) ও (ii) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।”

এ বিষয়ে জানতে চাইলে খানসামা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোকছেদুর রহমান বলেন, “এই বিষয়ে এখনো কোনো চিঠি আমার হাতে পৌঁছায়নি।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নির্দেশনায় কলেজটির প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নীতিনির্ভরভাবে পরিচালিত হবে।

এই বাংলা/এমএস

টপিক