Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeরাজনীতিমনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী নয়নের গণসংবর্ধনা

মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী নয়নের গণসংবর্ধনা

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

ভোলা-৪ (মনপুরা–চরফ্যাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, “বিএনপির রাজনীতি সব মানুষের নিরাপত্তার প্রতীক। দলীয় কর্মী হোক বা না হোক—জনগণ বিএনপির কাছেই নিরাপদ। তবে চাঁদাবাজ ও অন্যায়কারীদের কোনো জায়গা এই দলে নেই।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার দুপুরে মনপুরা সদর উপজেলার হাজীরহাটে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরার দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, চিকিৎসা সেবার মানোন্নয়ন ও নৌ-যাতায়াত সমস্যার সমাধান দাবি করেন। এর জবাবে নয়ন বলেন, নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি চরফ্যাসন-মনপুরা অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি উপস্থিত নেতা-কর্মীদের সামনে তুলে ধরেন এবং প্রত্যেকের প্রতি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। নয়ন বলেন, “আমি এই মাটির সন্তান, আপনাদের ভোটে আগামীতে উন্নত মনপুরা গড়ে তুলতে চাই।”

পরে তিনি নিজেই স্লোগান দেন—
“ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে”
 “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন এবং পরিচালনা করেন সাবেক ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—ভোলা জেলা বিএনপির সদস্য ও সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী প্রমুখ।

শেষে ফুলের তোড়া দিয়ে নুরুল ইসলাম নয়নকে সংবর্ধনা জানান উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক