30.3 C
Dhaka
Friday, October 3, 2025

ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন তারেক রহমান

আরও পড়ুন

ফরিদপুর  প্রতিনিধি :::

ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় সকালে।

শনিবার (০৭ ডিসেম্বর), সকাল সাড়ে দশটায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” বিষয়ক এ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন ।

বিকেলে কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকালে প্রথম অধিবেশনে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে, কর্মশালায় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জহিরুল হক শাহজাদা মিয়া, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সহ অন্যান্যরা।

বক্তাগণ বলেন, গত ১৫ বছর দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সকল শ্রেণির প্রতিনিধিদের সাথে আলোচনা করে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষকে এই ৩১ দফার সাথে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য।

ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকতে হবে। তাদের সমর্থন আমাদের আদায় করতে হবে। অনেক নেতাকর্মী মনে করছেন আমরা এখনই ক্ষমতায় চলে গেছি, কিন্তু তা নয়। ক্ষমতায় যেতে হলে জনসমর্থন প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর