ঈশ্বরদী প্রতিনিধি :
ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আলহাজ্ব মোড় থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাস স্ট্যান্ড, ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনে এসে পথসভা ও জনসভায় পরিণত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এবং আটঘরিয়া বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।
জাকারিয়া পিন্টু তার বক্তব্যে বলেন, “আমরা বিএনপির নিয়মতান্ত্রিক পথে রাজপথে রয়েছি। খসড়া মনোনয়ন পরিবর্তন হবে, তাই নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানাই। কোনো নেতাকর্মীর উপর পুনরায় আঘাত হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। বিএনপির নেতাকর্মীরা ঈশ্বরদীর রাজপথে সংহতভাবে অংশগ্রহণ করেছেন।”
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা সহ গৌরব বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন আবেগ যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা আক্তার হোসেন নিফা, পৌর মহিলাদলের নেত্রী শামীমা আক্তার সাথী, এবং আরও অনেকে।
র্যালি ও জনসভায় অংশগ্রহণকারীরা জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব স্মরণ করেন এবং বিএনপির নিয়মতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
এই বাংলা/এমএস
টপিক
