হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ইছামতী খাল থেকে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) রাত প্রায় ৮টায় স্থানীয় কিছু সাহসী যুবকের সহায়তায় এক বিশাল কুমির উদ্ধার করা হয়েছে। কুমিরটি ১৩ ফিট লম্বা এবং অত্যন্ত মোটা আকৃতির বলে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানিয়েছেন, বড়ইচড়া, বংখুরী, চৌকিঘাটা ও গোপালখালি এলাকা নিয়মিত কুমির দেখা যাওয়ার কারণে অনেক সময় নদীতে স্নান করতে যেতে সাহস পান না। তবে শুক্রবার সাহসী যুবকেরা একত্র হয়ে কুমিরটিকে ধরতে সক্ষম হন।
কুমিরটি বর্তমানে মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া ইউনিয়ন, বংখুরি চৌকিঘাটা গ্রামের বাদশা মিয়ার গরুর খামারে রাখা আছে। স্থানীয়দের আগ্রহ ও কৌতূহলের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ কুমিরটি দেখতে ভিড় করছেন।
স্থানীয় সোহেল রানা (৩১) দৈনিক এই বাংলাকে বলেন, “আমি জীবনে অনেক কুমির দেখেছি, কিন্তু এত বড় কুমির কখনো দেখিনি। এতো কাছে থেকে দেখার অভিজ্ঞতা চমকপ্রদ।”
এই কুমির উদ্ধারের ঘটনা এলাকাবাসীর জন্য উৎসাহ ও পর্যটন আকর্ষণের নতুন দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
