27 C
Dhaka
Friday, October 3, 2025

কাদের মির্জার শ্যালক সিরাজ চেয়ারম্যান গ্রেফতার

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক 

নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক (বউয়ের বড়ভাই) কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্লাহকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে, আদালত তাকে কারাগারে পাঠান।এরআগে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সিরাজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্লাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজ উল্লাহর বিরুদ্ধে একটি সিআর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩৩ লাখ টাকা জরিমানা ও আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তালতো ভাই এবং কাদের মির্জার শ্যালক পরিচয়ে এতো দিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরোয়ানা থাকার পরও এলাকায় চেয়ারম্যান হিসেবে দাপিয়ে বেড়াতেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া গ্রেফতার বলেন, ‘গোপন তথ্যে আসামি সিরাজ উল্লাহকে চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।’

নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআও) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ভিন্ন জেলার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় আসামি সিরাজ উল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর