28.2 C
Dhaka
Friday, October 3, 2025

চিন্ময় দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রামে মসজিদে হামলা

আইনজীবীর মৃত্যু, আহত ২০

আরও পড়ুন

তানভীর আহমেদ :::

সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের  আদালত প্রাঙ্গণে প্রিজম ভ্যানে করে আনা হলে তার গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন ইসকনের সমর্থকরা। মঙ্গলবার বেলা বারোটার দিকে সনাতনী ধর্মের অনুসারীরা লাঠি ইট পাটকেল মারতে থাকেন আদালতে উপস্থিত আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর। সনাতনীদের হামলায় চট্টগ্রামের আদালত প্রাঙ্গন ও আশেপাশের এলাকায় অন্তত বিশ জন আহত হয়। হামলা চালানো হয় মসজিদেও।

এদিকে,  উত্তেজিত জনতা এবং ইসকনের সমর্থকদের সংঘর্ষে এক আইনজীবী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাইফুল ইসলাম নামের ওই আইনজীবী চট্টগ্রামের জজ কোর্টের কর্মকর্তা বলে জানিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শিরা জানান, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন বিভাগের ১৯ তম ব্যাচের সাবেক ছাত্র এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসীরা জবেহ করে হত্যা করে।

আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে। ইসকন সমর্থকদের আদালত  প্রাঙ্গনে বেশ কয়টি গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে চট্টগ্রাম কোট বিল্ডিং এর বিভিন্ন অংশে। বেলা বাড়ার সাথে সাথে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

বিকেল চারটার দিকে রঙ্গম সিনেমা গলিতে এক আইনজীবীকে জবাই করে হত্যা করার চেষ্টা করে ইসকনের অনুসারীরা। গুরুতর আহত অবস্থায় সেই আইনজীবীকে উদ্ধার করে একটি সিএনজিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ইসকন সদস্যদের অবস্থান নিতে দেখা যায় চট্টগ্রামের কোতোয়ালি থানার সামনে। সনাতনীদের হাতে আইনজীবী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মিছিল  মিছিল সহকারে ছাত্র জনতা এগুতে  থাকে চট্টগ্রামের কোতোয়ালি থানা,  নিউমার্কেট এলাকায়।

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে এ মামলা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক বিজিবি ও সেনা সদস্যরা অবস্থান নেয় লালদিঘির মোড় এবং কোতোয়ালি থানার সামনে। উপস্থিত জনতা বাকবিতন্ডায় লিপ্ত হয় বিজিবি সদস্যদের সাথে।

সন্ধা নামার পর বিপুল সংখ্যক সেনা সদস্য চট্টগ্রামের লালদীঘি মাঠ এবং নিউমার্কেট এলাকায় অবস্থান নেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মূল সড়কে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর