নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কাফকো, ডিএপি-১, ডিএপি-২ সার কারখানা ঠিকাদার শ্রমিকদের সংগঠন রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হস্তক্ষেপ, চাঁদাদাবি,আতংক সৃষ্টি ও সাধারন সম্পাদককে হুমকির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের মাধ্যমে শ্রমিক প্রতিনিধিদের কাছ থেকে চার লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে।
রবিবার (৩রা নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আজ তিন নভেম্বর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ধার্য্য ছিল। কিন্তু কথিত বিএনপি নেতা লায়ন হেলাল ও মামুন খান শিল্প এলাকায় ব্যবসা ও টেন্ডারবাজির নিয়ন্ত্রনে নিতে আওয়ামীলীগের লোকজন নিয়ে নির্বাচনী প্রচারনার শুরু থেকে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিল্প কারখানা এলাকায় আতংক সৃষ্টি করে; নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। গতকাল থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে মহড়া দিয়ে নির্বাচন বন্ধ করে দেয়।
সংবাদ সম্মেলনে লায়ন হেলালের বিরুদ্ধে শ্রমিক নেতা নজরুলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেবার অভিযোগ করে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান।
এসময় নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হওয়া শ্রমিকরা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী হেলালের নির্দেশে নির্বাচনী দায়িত্বে থাকা শ্রম দপ্তরের কর্মকর্তারা গিয়াস উদ্দিন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কার্তিক কুমার শিল ও শরিফ খানের মাধ্যমে শ্রমিক প্রতিনিধিদের কাছ থেকে চার লাখ টাকা ঘুষ দাবি করা হয়।
এব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কার্তিক কুমার শিল জানান, ‘ আজ নির্বাচনের কথা ছিল কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কারনে আমরা করতে পারিনি। কোন ধরনের রাজনৈতিক চাপ জানতে চাইলে কার্তিক জানান, মুলত বিএনপি নেতা দাবি করা লায়ন হেলাল আমাদের বিভিন্নভাবে নির্বাচন বন্দ রাখার হুমকি দিয়ে আসছে।’
সংবাদ সম্মেলনে নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী মো রিপন, সমাজ কল্যান সম্পাদক সিদ্দিক আকন্দ, প্রচার সম্পাদক মো হান্নানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দলের কর্মীকে ছুরিকাহত করার অভিযোগ লায়ন হেলালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিলো। পরবর্তীতে বহিস্কার আদেশ প্রত্যাহার করে দলে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলেও আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে তাকে পুনর্বহাল করা হয় নি। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর লন্ডন পালিয়ে যাওয়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চোধুরী জাবেদের ঘনিষ্ঠ সহচর আজিজের ব্যবসা পাহারা দেয়ার অভিযোগ উঠে লায়ন হেলালের বিরুদ্ধে।