Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeঅপরাধবেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদেরা (৪২)। তিনি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির বাসিন্দা মো. গোফরান মিয়ার ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরাং বাড়ির দরজায়। শনিবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত-আট মাস আগে কাদের বিয়ে করেন। বিয়ের পর থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। শুক্রবার রাতে সেই বিরোধের জেরে একদল লোক তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করে তার মরদেহ ফেলে পালিয়ে যায়।

নিহতের বিরুদ্ধে মারামারি ও মাদকসহ চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরেই কাদেরকে হত্যা করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক