স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শোভাযাত্রাটি কিচক ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিচক বাজার, ধারিয়া বাজার, সোনারপাড়া বাজার, গাদুরহাট, খামটা বাজার, মৃগনীপাড়া, বেলতলী বাজার, গোপীনাথপুর বাজার ও বন্দর এলাকা ঘুরে আবার কিচক বাজারে এসে সমবেত হয়।
শোডাউনে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
শোডাউন শেষে কিচক বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আমির মো. তোফাজ্জল হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, “দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যই হবে আমাদের শক্তি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট শাকিল উদ্দিন। এছাড়া ইউনিয়ন জামায়াতের কেয়ারটেকার মো. শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে। সভা শেষে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
