ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়ায় রেন্ট-এ-কার চালক মো. সাগর হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে হামলা, কুপিয়ে জখম ও মোটরসাইকেল ভাঙচুরের মামলার প্রধান আসামি আরিফ মো. মাসুম বিল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আদালতে হাজির হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
আরিফ মো. মাসুম বিল্লাহ শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ শৌলজালিয়া এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে এবং স্থানীয় যুবদল নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. সেলিম রেজা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সাগর হাওলাদার শ্বশুরবাড়িতে বসবাস করায় মাসুম বিল্লাহ ও তার সহযোগীরা ক্ষুব্ধ ছিলেন। তারা প্রায়ই তাকে হুমকি দিতেন এবং শ্বশুরবাড়ি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মুন্সিরাবাদ ব্রিজের ওপর সাগরের পথরোধ করে আসামিরা। পরে তাকে বেধড়ক মারধর করে, এক হাত ভেঙে দেয় এবং গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ সময় আসামিরা সাগরের কাছ থেকে ১৯ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয় এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে, যার ক্ষতির পরিমাণ এক লাখ টাকার বেশি।
ঘটনার পর ১৭ জুলাই সাগর হাওলাদার বাদী হয়ে আরিফ মো. মাসুম বিল্লাহকে প্রধান আসামি করে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন (ধারা: ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩২৫, ৩৭৯, ৪২৭ ও ৫০৬)।
এ বিষয়ে শৌলজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আ. কাইয়ূম বলেন, “মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরেই বেপরোয়া আচরণ করছিল। এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছিল। চাঁদা না দেওয়ায় সাগরের ওপর হামলার নেতৃত্ব দেয় সে।”
এই বাংলা/এমএস
টপিক
