চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চরভদ্রাসন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শেখ আবুল খায়ের (৫৮), প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা (৫৪) এবং আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মোল্যা (৫০)।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।”
টপিক
