নীলফামারী প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নীলফামারীর দুই আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তবে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে দলীয় মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এ অবস্থায় সাধারণ স্থানীয়দের পাশাপাশি দলীয় নেতাদেরও প্রত্যাশা—বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকেই প্রার্থী করা হোক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ডোমার উপজেলার বাসিন্দা রুবেল হোসেন বলেন, “তুহিন সাহেব এলাকার মানুষের সঙ্গে সবসময় ঘনিষ্ঠভাবে যুক্ত। উন্নয়ন হোক বা বিপদে–আপদে—তিনি মানুষের পাশে ছিলেন। তাই আমরা চাই তাকেই ধানের শীষের প্রার্থী করা হোক।”
ডিমলা উপজেলার তরুণ উদ্যোক্তা সিয়াম আহমেদ বলেন, “তুহিন ভাই শিক্ষিত, ভদ্র এবং তরুণদের অনুপ্রেরণা। এলাকার মানুষের আস্থা তার প্রতি বেশি। আমরা বিশ্বাস করি, তাকেই প্রার্থী করলে বিএনপি জয়ের সম্ভাবনা আরও বাড়বে।”
সদর ইউনিয়নের বাসিন্দা আহমেদ হোসেন বলেন, “তুহিন সাহেবের জনপ্রিয়তা তৃণমূল থেকে শহর পর্যন্ত। তিনি এলাকার মানুষকে একত্রে রাখতে পারেন, তাই তাকেই আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই।”
জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান বলেন, “তুহিন ভাই বহুদিন ধরে রাজপথে দলের জন্য কাজ করছেন। সংগঠন গোছানো থেকে আন্দোলন—সব জায়গায় তার ভূমিকা আছে। তৃণমূলের মতামত বিবেচনা করে তাকেই প্রার্থী করা উচিত।”
সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, “তুহিন ভাই সংগঠনের একজন নিবেদিতপ্রাণ নেতা। দলের প্রতি তার আনুগত্য ও কর্মীদের সঙ্গে সম্পর্ক খুব দৃঢ়। আমরা আশা করি, কেন্দ্রীয় সিদ্ধান্তে তৃণমূলের প্রত্যাশা প্রতিফলিত হবে।”
এই বাংলা/এমএস
টপিক
