28.2 C
Dhaka
Friday, October 3, 2025

ড. ইউনূসের প্রতি ১৯৮ বিশ্বনেতার সমর্থন

আরও পড়ুন

নিউজ ডেস্ক :::

বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের ৯২ জন নোবেলজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা।এক যৌথ চিঠিতে এই অভিনন্দন জানান তারা।

৪ঠা সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট তাদের স্বাক্ষরিত এ চিঠিটি প্রকাশ করে।

চিঠিতে বাংলাদেশে সম্প্রতি নিজেদের আত্মত্যাগের মাধ্যমে জনগণ যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের নজির স্থাপন করেছেন, তা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। ড. ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী তার পাশে থাকার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

নোবেলজয়ী ও বিশ্ব নেতাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নে স্বাক্ষরকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। বাংলাদেশের সকলের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরাচারের রোষানলে ভুগছেন। আজ, একটি গণতান্ত্রিক এবং ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের জন্য জনগণকে ধন্যবাদ জানাই। তারা স্বৈরাচারী ক্ষমতা থেকে দেশকে রক্ষা করেছে। অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন তার ‘দ্বিতীয় স্বাধীনতা’ উপভোগ করছে এবং জাতি হিসেবে এখন এর বিশাল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর