25 C
Dhaka
Thursday, October 2, 2025

মোসলেম উদ্দিন, আজীবন ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের অবিচল সৈনিক ছিলেন

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতির প্রাণ স্পন্দন চট্টগ্রাম।  কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে এখন ‘দেশের সাংহাই চট্টগ্রাম ‘।

আজ শনিবার  চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রয়াত সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি  মোসলেম উদ্দিনের স্মরন সভায়  তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুসলেম উদ্দিন চৌধুরী একজন আজীবন ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শে অবিচল সৈনিক  ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ কর্মী থেকে নেতা হয়েছিলেন। দলের প্রতি তার কর্মনিষ্ঠা, আনুগত্য ও আপসহীনতা সবার জন্য অনুসরণীয় হয়ে থাকবে। ‘

ওবায়দুল কাদের বলেন, ‘মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।’

স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আ জ ম নাসির উদ্দীন বলেন,  শুধু দক্ষিণ জেলা আওয়ামী লীগ  নয় পুরো চট্টগ্রামে  দলের দুর্দিনে নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজনীতি করে গেছেন মোসলেম উদ্দিন। নিজের জন্য কখনো কিছু চাননি। তার ত্যাগ তিতিক্ষার উপর দাঁড়িয়ে আছে আজকের আওয়ামী লীগ। ‘

স্মরণ সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম  জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

- Advertisement -spot_img

সবশেষ খবর