Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeজন-দুর্ভোগঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বাতিল না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা

ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বাতিল না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা

ঈশ্বরদী প্রতিনিধি :


নির্ধারিত সময়সূচির মধ্যে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল ও দায়ের করা মামলা প্রত্যাহার না হওয়ায় ঈশ্বরদীতে আবারও আন্দোলন ও সংগ্রামের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘সম্মিলিত নাগরিক জোট’।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার রাতে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে আয়োজিত সভায় বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, স্মারকলিপি প্রদান এবং পরিস্থিতি নিয়ে জনআলোচনা। এর অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর (রোববার) ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে। একই দিন জোটের পক্ষ থেকে অনশন কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হবে। দাবি পূরণ না হলে ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচি নেওয়ার সিদ্ধান্তও হয় সভায়।

সভায় জানানো হয়, সব কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে।

সম্মিলিত নাগরিক জোটের সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সদস্য সচিব আশিকুর রহমান লুলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, অধ্যাপক হাসানুজ্জামান, সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক, সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার, আতাউর রহমান পাতা, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, যুব কল্যাণ সমিতির সাইফুদ্দিন স্বপন, আহসান হাবিব, মোয়াজ বিন মাহমুদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গ্রাহকদের মতামত উপেক্ষা করে জোর করে প্রিপেইড মিটার স্থাপন অগণতান্ত্রিক সিদ্ধান্ত। দাবি পূরণ না হলে ঈশ্বরদীবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এই বাংলা/এমএস

টপিক