বামনা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি নির্বাচনী পথসভায় অংশ নেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় বামনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি। তিনি বলেন, “দেশে শান্তি ও শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। জনগণ ধানের শীষে ভোট দিয়ে সেই পরিবর্তনের সূচনা করবে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “এই আসনে ৯০ শতাংশ ভোট ধানের শীষ প্রতীকে পড়বে, কারণ জনগণ পরিবর্তন ও স্বাধীনভাবে বাঁচার অধিকার চায়।”
পথসভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম আজাদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মজনু, ইসা খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার, মো. ইকবাল কোরাইশি বাবু, চার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন মুন্না এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা পথসভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এই নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে জনগণের আশা ও গণতন্ত্রের পুনরুদ্ধার ঘটবে।
