Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeকৃষি তথ্যকাঁঠালিয়ায় ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাঁঠালিয়ায় ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :

রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাঁঠালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহস্পতিবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিপংকর চন্দ্র শীল এবং কৃষক প্রতিনিধি মো. মালেক তালুকদার।

কর্মসূচির আওতায় লাউ, মিষ্টিকুমড়া, শসা, খেসারী, মশুর, মুগ ডাল, গম, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম ও সরিষাসহ বিভিন্ন রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলার ১,৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব বীজ ও সার তুলে দেওয়া হয়, যাতে তারা আগামী রবি মৌসুমে ভালো ফলনের আশা করতে পারেন।

এই বাংলা/এমএস

টপিক