24.5 C
Dhaka
Friday, October 3, 2025

খুলনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ

পুলিশের গাড়িতে আগুন, আহত শতাধিক

আরও পড়ুন

খুলনা প্রতিনিধি  :::

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশ ও বিজেপি সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। শুক্রবার জুমার নামাজের পর থেকে সংঘর্ষের  সূত্রপাত হয় খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায়।

খুলনার জিরো পয়েন্ট , গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে । এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছল্ফভঙ্গ করতে টিয়ারশেল , রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে ।

এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। এ সময় ড্রাইভারসহ ৩ পুলিশ গুরুত্বর আহতয় হয়। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানাগেছে।

আহত পুলিশ সদস্য

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত মিছিল বের করা নিয়ে পুলিশ মারমুখী অবস্থান নেয়। পুলিশের গুলিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন আহত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সারা খুলনা শহরে।

শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ১৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় পুলিশের ২০ জন সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজন পুলিশের গাড়ি চালকের অবস্থা আশংকাজনক।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর