Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ, সরকারি দল হিসেবে সফল হবে কীভাবে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ১৫ বছরে বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে। এখন তারা সরকার গঠনের...
Homeঅপরাধসাবেক বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ...

সাবেক বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) বিরুদ্ধে দুদক দায়ের করা সম্পদ বিবরণী না দাখিলের মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আদালতের সহকারী দেওয়ান আশিক জানান, সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এস কে সুরকে তাঁর নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয় ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত বছরের ২৭ অক্টোবর নির্দেশনা পাওয়া সত্ত্বেও ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

এর ফলে ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট এস কে সুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক