25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আরও পড়ুন

:::আল আমিন,নাটোর প্রতিনিধি:::

নাটোরের   লালপুর   থেকে   মোবাইল   অ্যাপ   ইমো   হ্যাকিং   চক্রের   ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার   বালিতিতা   আদর্শ   উচ্চ   বিদ্যালয়  মাঠে   অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোনসেট, ৯টি সিমকার্ড, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের হৃদয় আলী, নাটোরের আব্দুলপুরের রিদুয়ান আহম্মেদ পূর্ন, মোমিনপুরের হাসিবুল হাসান শান্ত,শামীম হোসেন এবং মোহরকয়ার শুভ আলী।

নাটোর সিপিসি-২  র‌্যাব   ক্যাম্পের   কোম্পানি   অধিনায়ক অতিরিক্ত  পুলিশ সুপার  ফরহাদ   হোসেন জানান, গত ১৩ ফেব্রুয়ারি জাকির হোসেন নামে এক সৌদি প্রবাসীর ইমো আইডি হ্যাক করে তার স্ত্রী কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় ইমো হ্যাকিং চক্রের সদস্যরা। পরে জাকির তার স্বজনদের মাধ্যমে বিষয়টি লিখিতভাবে র‌্যাবকে জানান। এই অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে   ইমো   হ্যাকার   চক্রের   ৫   সদস্যকে   গ্রেপ্তার   করা   হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মোবাইল অ্যাপ ইমোহ্যাক   করে   প্রতারণার   মাধ্যমে   অর্থ   হাতিয়ে   নেয়ার   বিষয়টি স্বীকার   করে।   পরে   তাদের   বিরুদ্ধে   প্রতারণা   মামলা   দায়ের   করে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর