নীলফামারী প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
বক্তারা বলেন, সাংস্কৃতিক অঙ্গনকে আরও সক্রিয় ও সংগঠিত করে দলীয় কর্মকাণ্ডকে গতিশীল করতে হবে। তারা স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সাংস্কৃতিক সংগঠনগুলোর গুরুত্বও তুলে ধরেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস আলি শাহ, হারুন অর রশিদ খোকন, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন, সদস্য সচিব আবুল হাসনাত রাসেল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বপন, নাসির উদ্দিন শাহ মিলনসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
