Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeরাজনীতিমিরসরাইয়ে ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক বিএনপি প্রার্থী নুরুল আমিনের

মিরসরাইয়ে ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক বিএনপি প্রার্থী নুরুল আমিনের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :


চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মিরসরাইয়ে এখন থেকে কোনো বিভাজন থাকবে না—সবাই ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ও বারইয়ারহাট ট্রাফিক চত্বরে নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আজ থেকে মিরসরাইয়ে চেয়ারম্যান গ্রুপ বিলুপ্ত। এখন আমাদের একমাত্র পরিচয়—ধানের শীষের কর্মী। অতীতের ভুল বোঝাবুঝি ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, ইনশাআল্লাহ এই আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেব।”

তিনি আরও বলেন, “২০০৮ সালেও দল আমার প্রতি আস্থা রেখেছিল, কিন্তু সে সময় নিরপেক্ষ নির্বাচন হয়নি। আল্লাহর কৃপায় এবার আবারও প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছি। এই নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।”

পথসভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন ও জাহিদ হুসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, ক্রীড়া সংগঠক লায়ন আবু তাহেরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতারা।

পরে বিকেল ৪টায় বারইয়ারহাট পৌরসভায় আয়োজিত অপর এক পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিএনপি থেকে বহিষ্কারের তিন মাস পরই নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম-১ আসনে দলীয় মনোনয়ন পান। এ ঘোষণার পর থেকেই তিনি নতুনভাবে আলোচনায় আসেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঠিক সিদ্ধান্তে নুরুল আমিন চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হয়েছে—এতে আমরা উজ্জীবিত। এখন শুধু বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এই বাংলা/এমএস
টপিক