25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন পটিয়ায় জেলা প্রশাসক আন্ত‌ঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়

আরও পড়ুন

মহিউদ্দীন চৌধুরী, পটিয়া প্রতিনিধি:::

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ‘পটিয়ার ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, শিক্ষা , সংস্কৃতি ও মর্যাদা ফিরিয়ে আনা হবে’। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ খেলাধুলায় ভরপুর হয়ে উঠবে। আগামীতে এই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করা হবে। জেলা প্রশাসক আন্ত‌ঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় বনাম ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় উভয়ের ভালো খেলার খেলেছে। পটিয়ায় শান্তি পূর্ণভাবে এই টুর্নামেন্টের উপহার দেওয়ায় আয়োজক কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি গতকাল শুক্রবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক আন্ত‌ঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ টুর্নামেন্টে পটিয়া উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় খেলায় অংশগ্রহণ করেন।
ফাইনাল খেলা আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় বনাম ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় ৪-১ গোল করে আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার, ভাইস-চেয়ারম্যান এমদাদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র নাথ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম বাবুল,ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আবদুল গনি সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর