ঝালকাঠি প্রতিনিধি :
কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক ও কর্মচারী বুধবার কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা এনায়েত জমাদ্দার বিদ্যালয়ের মূল নাম মুছে নিজের নামে পরিবর্তন করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, এনটিআরসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত তিনজন শিক্ষক—সহকারী শিক্ষক ইংরেজি রেজওয়ান হাসান, সহকারী শিক্ষক গণিত হাসান জমাদ্দার ও ব্যবসায় শিক্ষা সিনিগ্ধা আক্তার—এর এমপিও ভুক্তির জন্য জনৈক বাদল হাওলাদার, এনায়েত জমাদ্দার ও দেলোয়ার সিকদার সহ তাদের সহযোগীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেয়ায় বিদ্যালয়ের মাঠের পাশের ফলদ ও বনজ গাছ কেটে ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষক ও কর্মচারীদের মোবাইলে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক মাওলানা ইব্রাহিম, বাবু তপন রায়, মোঃ ইব্রাহিম তালুকদার, বাবু রমেশ হাওলাদার, সুবেদ চন্দ্র রায়, রোজিনা আক্তার, মোসাঃ তানিয়া আফরিন, মোঃ শামিম হাওলাদার, মোঃ হাসান জমাদ্দার, পুতুল রানী ও আলতাফ হোসেন।
শিক্ষক ও কর্মচারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে চাঁদাবাজি থামাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
