বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের সহায়তায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোট ৫ হাজার ২৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে সরিষা, পেঁয়াজ, গম, বাদাম ও মসুর বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। বিশেষ অতিথি ছিলেন এডিডি (শস্য) এ.এল.এম. রেজুয়ান, এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিসা আফরিন।
বক্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে উৎপাদন ব্যয় কমিয়ে বেশি ফসল ফলাতে সক্ষম হবেন। স্থানীয় কৃষকরা সরকারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়মতো বীজ ও সার পাওয়ায় সন্তুষ্টি জানান।
এই বাংলা/এমএস
টপিক
