খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী মহিলা মাদরাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাসুদ আলম মোটরসাইকেলযোগে তিনটহরী থেকে গাড়ীটানার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে চট্টগ্রামগামী একটি বাস অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়ি পরিবহনের আরেকটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাঁকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি গ্যারেজে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, মাসুদের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরালগঞ্জ থানার খিল মোবারী এলাকায়। তাঁর বাবা প্রয়াত খোরশেদ আলম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত খাগড়াছড়ি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”
এই বাংলা/এমএস
টপিক
