নাটোর প্রতিনিধি :
নাটোর শহরতলীর ফুলবাগান এলাকায় এক ব্যবসায়ীর চালের গোডাউন থেকে প্রায় ১৫০ বস্তা চাল লুটের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গোডাউন মালিক সেলিম ভুঁইয়া জানান, ফুলবাগান এলাকার সড়ক ভবনের পাশে অবস্থিত তাঁর প্রতিষ্ঠানের (শাহিন ট্রেডার্স) সামনে রাতের আঁধারে একটি ট্রাক নিয়ে আসে দুর্বৃত্তরা। পরে তারা গোডাউনের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ১৫০ বস্তা চাল ট্রাকে তুলে নিয়ে যায়। এ সময় ক্যাশবাক্স থেকে নগদ ১২ হাজার টাকাও লুট করা হয়।
পরদিন সকালে পাশের দোকানদাররা গোডাউনের তালা ভাঙা অবস্থায় দেখে সেলিম ভুঁইয়াকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ফুটেজে রাত প্রায় দুইটার দিকে চাল লুটের ঘটনাটি স্পষ্টভাবে দেখা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই বাংলা/এমএস
টপিক
