কুষ্টিয়া প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন— কুষ্টিয়া-১ (দৌলতপুর): সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা): বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর): জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি
প্রার্থী ঘোষণার পর থেকেই কুষ্টিয়া জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হওয়ায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তারা জানান, “সব বিভাজন ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের সিদ্ধান্ত মেনে প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করব।”
এই বাংলা/এমএস
টপিক
