Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeরাজনীতিকুষ্টিয়ায় মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকদের বিক্ষোভ

কুষ্টিয়ায় মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকদের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মজমপুর গেটে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একই সময় সদর উপজেলার মধুপুর ও লক্ষ্মীপুর এলাকাতেও সোহরাব উদ্দিনের সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা বলেন, সোহরাব উদ্দিন তিনবার কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এমন একজন নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা দলীয় ত্যাগী কর্মীদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়ার চারটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন— কুষ্টিয়া-১ (দৌলতপুর): সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা): ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর): প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী): সৈয়দ মেহেদী আহমেদ রুমি

মনোনয়ন না পাওয়া অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “শুনেছি, আমার সমর্থকেরা বিক্ষোভ করেছেন। আমি বর্তমানে শহরের বাইরে আছি।” এরপর তিনি আর কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, সদ্য মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যিনি প্রার্থী হয়েছেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যদি নির্দেশনা অমান্য করেন, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক