নাটোর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী,
নাটোর-১ আসনে দলের প্রার্থী হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা, বিএনপির মিডিয়া সেল সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মনোনয়ন পাওয়ার পর তিনি নেতা-কর্মীদের শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন। নাটোর-২ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এম. কুদ্দুস তালুকদার দুলু। তিনি তার কর্মী-সমর্থকদের মিছিল, শোভাযাত্রা বা মোটরসাইকেল শোডাউন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। নাটোর-৪ আসনে দলটির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
তবে নাটোর-৩ (সিংড়া) আসনের জন্য বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
এই বাংলা/এমএস
টপিক
