চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদে রোববার রাতে এতিম ও দুস্থদের মাঝে দুম্বার গোস্ত বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি মাদ্রাসার এতিমখানায় মোট ১১ কার্টুন দুম্বার গোস্ত পৌঁছে দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সৌদি সরকারের অনুদানে উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের মাধ্যমে এই সাহায্য প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন নিজ উপস্থিতিতে এসব দুম্বার গোস্ত এতিম ও দুস্থদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
উপজেলার ১১টি মাদ্রাসা এতিমখানার মধ্যে রয়েছে:
আঃ শিকদার ডাঙ্গী গ্রামের মারকাযুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা, হাজীডাঙ্গী গ্রামের খাদেমুল ইসলাম মাদ্রাসা, এম.কে ডাঙ্গী গ্রামের ইসলামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা, বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা, মদিনাতুল উলুম পুরুষ মাদ্রাসা, দবিরদ্দিন প্রামানিকের ডাঙ্গী দারুল উলুম আল-আরাবিয়া মাদ্রাসা, বেপারী ডাঙ্গী গ্রামের মাদ্রাসা, বাবলাতলা দারুল উলুম মাদ্রাসা, রিফাত কওমী মাদ্রাসা, চরহাজীগঞ্জ এরশাদিয়া রাব্বি মাদ্রাসা, ছমিরিয়া দারুল উলুম মাদ্রাসা
উক্ত মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত থেকে ইউএনও থেকে দুম্বার গোস্ত গ্রহণ করেন। এ ধরনের কার্যক্রম স্থানীয় সমাজে মানবিক সহায়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই বাংলা/এমএস
টপিক
