কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলীয় সূত্র জানায়, প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার আগে বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্য থেকে পরবর্তী ধাপে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয়ও করা হতে পারে।
বৃহত্তর কুড়িগ্রাম জেলায় চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এরা হলেন—
-
কুড়িগ্রাম-১: সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।
-
কুড়িগ্রাম-২: জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
-
কুড়িগ্রাম-৩: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভির-উল-ইসলাম।
-
কুড়িগ্রাম-৪: রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“আজ আমরা ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, সেই সমস্ত দলের সঙ্গে কথা বলে যে আসন আমরা ঘোষণা করি নাই, সেখানে পরিবর্তন হতে পারে। এছাড়া আমাদের তালিকায় কিছু আসনে প্রার্থী পরিবর্তনও হতে পারে। এটি আমাদের সম্ভাব্য অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা।
দলীয় পর্যবেক্ষকরা মনে করছেন, কুড়িগ্রাম জেলার চারটি আসনে দীর্ঘদিন সক্রিয় ও অভিজ্ঞ নেতাদের মনোনয়ন দেওয়ায় স্থানীয়ভাবে বিএনপির মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা আশা প্রকাশ করেছেন যে নির্বাচনী প্রচারণার মাধ্যমে দল আগামী নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
এই বাংলা/এমএস
টপিক
