25 C
Dhaka
Thursday, October 2, 2025

এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী

আরও পড়ুন

তানভীর আহমেদ:::

পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ডাক্তার বাবর আলী। রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।
এভারেস্ট জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন ১ এপ্রিল। আজ (১৯ মে ) সকাল সাড়ে ৮টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।

বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিকের বরাতে ডাক্তার বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে ফেইসবুকের এক পোস্টে বলা হয়েছে, ‘সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এই তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প-৪ এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আমা দাবলাম (২২ হাজার ৩৪৯ ফুট) আরোহণ করেন বাবর।

উল্লেখ্য, ডাক্তার মো. বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুডিশ্চর গ্রামে। এই তরুণ চিকিৎসক নানা স্বেচ্ছাসেবী কাজে নিজেকে জড়িত রেখেছেন। ৩৩ বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৫১তম ব্যাচের শিক্ষার্থী। এরপর শুরু করেন চিকিৎসা পেশা। কিন্তু তার যে ছিল অ্যাডভেঞ্চারের নেশা । তাই চাকরি ছেড়ে সাইকেলিং এর পাশাপাশি নানা বিখ্যাত পর্বত আরোহণের প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি ।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর