ডেস্ক নিউজ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রাক-প্রস্তুতিমূলক সভা করার নির্দেশ দিয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের অধীনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজন করা হবে। এ বিষয়ে সকল আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
