স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংস্থা প্রগতি কল্যাণ সংস্থা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি নারীদের প্রজনন স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর ধারাবাহিকতায় সংস্থাটি শিবগঞ্জের বিভিন্ন স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নিয়েছে, যাতে ছাত্রীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা যায়।
এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৩ নভেম্বর) সকালে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রধান শিক্ষক তাজুল ইসলাম এর উপস্থিতিতে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে ছাত্রীরা স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ জীবনধারার গুরুত্ব সম্পর্কে সচেতন হবে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হবে।
এই বাংলা/এমএস
টপিক
