স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের কর্মীসভা জনসমুদ্রে রূপ নেয়। রোববার বিকেলের শেষ আলোয় বিহার উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো নেতা-কর্মী, গ্রামীণ জনগণ ও তরুণদের অংশগ্রহণে আয়োজনটি এক বিশাল রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সভাপতি ও ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম। তাকে এক নজর দেখতে বিপুলসংখ্যক নারী-পুরুষ ভিড় করেন মাঠজুড়ে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই তারা প্রিয় নেতার ভাষণ শোনেন মনোযোগ দিয়ে।
বক্তৃতায় মীর শাহে আলম বলেন,
“স্বৈরশাসনের অবসান ঘটিয়ে আজ শিবগঞ্জের মানুষ জেগে উঠেছে। ধর্মের অপব্যবহারকারীদের পরাজিত করে ভোটাধিকার পুনরুদ্ধারই আমাদের অঙ্গীকার। দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তির বিজয়।”
তিনি আরও বলেন,
“যারা অতীতে আন্দোলনের সময় আমাদের পেছন থেকে আঘাত করেছে, তারা এখন আবার সুযোগ নিতে চায়। ধর্মের মুখোশ পরে যারা ক্ষমতার বাণিজ্য করে, জনগণ তাদের চিনে ফেলেছে। এসব প্রতারণামূলক রাজনীতি এখন অতীতের আবর্জনায় পরিণত হয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, প্রবীণ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, আফছার আলী, তোফায়েল আহমেদ সাবু, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ প্রায় দশ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে নেতারা কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
