বামনা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বামনা উপজেলায় আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এক জনসভায় দলটিতে নতুনভাবে যোগ দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. দিনার তালুকদার। জনসভাটি অনুষ্ঠিত হয় রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেল তিনটায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যোগদান অনুষ্ঠানে মো. দিনার তালুকদার বলেন,
“আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। দলের জন্য কষ্ট করেছি, মামলাও মোকাবিলা করেছি—প্রায় ৪১ দিন জেলও খেটেছি। বাবার ১৮ লাখ টাকাও ব্যয় করেছি দলের কাজে। কিন্তু এখন প্রশ্ন আসে—এত কিছু করেও কেন আমি দল ছেড়ে এলাম? কারণ, আমি রাজনীতি করি বামনার জনগণের স্বার্থে। কিন্তু বিএনপির ভেতরে এখন চাঁদাবাজি, লুটপাট আর দখলবাজি এমনভাবে চলছে যে, তা শেখ হাসিনার সরকারের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে। এসব অন্যায় আমি মেনে নিতে পারিনি।”
তিনি আরও বলেন,
“আমি স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়কের পদ ছেড়ে জামায়াতে যোগ দিচ্ছি। আশা করি, আমৃত্যু এই দলের সঙ্গেই থেকে জনগণের কল্যাণে কাজ করতে পারব।”
এই বাংলা/এমএস
টপিক
