ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকায় সুমন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি মদ্যপান করার কারণে মৃত্যুবরণ করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনা ঘটে শনিবার রাত সাড়ে ৭টার দিকে। নিহত সুমন হাওলাদার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
নিহতের বড় ভাই মামুন হাওলাদার জানিয়েছেন, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুমন অতিরিক্ত মদ্যপান করে ভারসাম্য হারিয়ে ‘শ্মশান কলপার’ এলাকায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ঘটনার খবর এলাকায় শোকের ছায়া ফেলেছে।
এই বাংলা/এমএস
টপিক
