বরিশাল প্রতিনিধি :
বরিশালের বগুড়া রোডস্থ অপসোনিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে হঠাৎ করে ৫ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্টেরিপ্যাক বিভাগের কর্মীদের তিনদিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে চাকরিচ্যুতির নোটিস দেওয়ার ঘটনা ঘটেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চাকরি হারানোর এ আকস্মিক ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা টানা পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। রোববার সকালে চাকরিচ্যুত শ্রমিকরা প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবিতে শহরের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরাও সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন। শ্রমিকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
স্টেরিপ্যাক বিভাগের শ্রমিকদের প্রত্যেকের বেতন ছিল ১২ থেকে ১৬ হাজার টাকা। জানা গেছে, প্রতিষ্ঠানটি নতুন কম বেতনের কর্মী নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে পুরানো ও দক্ষ শ্রমিকদের বরখাস্ত করেছে।
চাকরিচ্যুতির প্রতিবাদে বাসদ বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনিষা চক্রবর্তী বিক্ষোভে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি বলেন, “আকস্মিক চাকরিচ্যুতি এবং নোটিস দিয়ে শ্রমিক ছাঁটাই অমানবিক। শ্রমিকরা তাদের অধিকার রক্ষায় মাঠে নেমেছেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের পথে যাওয়ার বিকল্প নেই।”
অপসোনিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের বরিশাল অফিসে যোগাযোগের চেষ্টা করা হলে পারভেজ নামের এক কর্মী ফোন রিসিভ করলেও মিডিয়ায় কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জানা গেছে, প্রতিষ্ঠানটি স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত।
গত বছরের সরকার পরিবর্তনের পর থেকে প্রতিষ্ঠানটিতে নানা সংকট দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, খরচ কমানোর কারণে স্টেরিপ্যাক বিভাগের শ্রমিকদের বাদ দিয়ে নতুন কম বেতনের কর্মী নেওয়া হতে পারে। চাকরিচ্যুত শ্রমিকরাও এ অভিযোগ মিডিয়ায় প্রকাশ করেছেন।
এই বাংলা/এমএস
টপিক
