ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা স্বনির্ভর ও আধুনিক উন্নত বাংলাদেশ গঠনের নতুন দিগন্তের প্রতীক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঝালকাঠি পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন বক্তারা জানান, বিএনপি সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষের জন্য নিরাপদ। দলটি সম্প্রতি ও সমন্বিত বাংলাদেশ গড়তে চায়। এ্যাড. শাহাদাৎ হোসেন বলেন, নারীকিশোর ও যুবকদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হবে। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত হবে।
অন্যান্য অতিথি ও বক্তারা উপস্থিত জনগণকে ধানের শীষ প্রতীকের পক্ষে থাকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় নারী, পুরুষ, যুবক, তরুণসহ সনাতন ধর্মালম্বী বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক
