খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলাবাগান এলাকায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালানো হয়। এ সময় আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমা নামের দুই ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, দেশের প্রচলিত আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(২) ধারা অনুযায়ী দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ইউএনও আরও বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
এই বাংলা/এমএস
টপিক
