নাটোর প্রতিনিধি :
নাটোরের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে আজ রাতে মৃত স্বজনদের কবরের উপর জ্বলছে অগণিত মোমবাতি। আগরবাতির ধোঁয়ায় ছড়িয়ে পড়ছে পবিত্রতার সুবাস, আর তাজা ফুলের পাঁপড়িতে সেজে উঠেছে কবরগুলো। আপনজনেরা কবরের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছেন প্রিয় মৃত আত্মাদের চিরশান্তির জন্য।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজ রবিবার (২ নভেম্বর) নাটোর সদর, বড়াইগ্রাম, লালপুর, বাগাতিপাড়া ও সিংড়া উপজেলার খ্রিস্টান সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করছে ‘অল সোলস ডে’, বাংলায় যাকে বলা হয় ‘মৃতদের আত্মার শান্তির দিন’ বা ‘আলোক প্রার্থনার উৎসব’।
বিশ্বব্যাপী খ্রিস্টানরা প্রতি বছর ২ নভেম্বর দিনটি স্মরণ করে মৃত স্বজনদের আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনা ও কবর পরিদর্শনের মাধ্যমে।
এ উপলক্ষে বড়াইগ্রামের বনপাড়া লুর্দের রাণী মা মারিয়া ক্যাথলিক গির্জার কবরস্থানে বিকেল ৪টায় শুরু হয় বিশেষ খ্রিস্টযাগ। “সংসারের মায়া ছেড়ে আজিকে গেল যে জন, দাও প্রভু দাও তারে অনন্ত জীবন”—এই প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে অংশ নেন সহস্রাধিক ধর্মবিশ্বাসী।
প্রধান পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন, সহযোগিতায় ছিলেন ফাদার শ্যামল জেমস গমেজ।
খ্রিস্টযাগ শেষে যাজকগণ কবরসমূহে আশীর্বাদ প্রদান করেন। পরে সন্ধ্যার আবছা আলোয় কবরগুলো আলোকিত করে তোলা হয় শত শত জ্বালানো মোমবাতিতে। পবিত্রতার আবেশ ছড়িয়ে দিতে জ্বালানো হয় আগরবাতিও।
এই বাংলা/এমএস
টপিক
