Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeক্যাম্পাসনাটোরে শিক্ষক দিলীপ কুমার সরকারের রাজকীয় বিদায়

নাটোরে শিক্ষক দিলীপ কুমার সরকারের রাজকীয় বিদায়

নাটোর প্রতিনিধি :


নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকার ২৭ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের পর অবসরে পা রাখলেন। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে তাকে বিদায় জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষপর্যায়ে দিলীপ কুমার সরকার ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ত্যাগ করেন, যা অনুষ্ঠানে আরও রাজকীয় ও স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) অনিতা রানী বলেন, “দিলীপ কুমার সরকার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর প্রচেষ্টায় টেকনিক্যাল বিভাগে অনেক সাফল্য এসেছে। আমরা তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”

দিলীপ কুমার সরকার নিজেও জানান, “এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই বিদায় আমার জন্য গর্বের সঙ্গে আবেগপূর্ণও।”

১৯৯৮ সালের ২ মে তিনি বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ, মমতা এবং শিক্ষকতার নিষ্ঠা দিয়ে তিনি সবার হৃদয়ে জায়গা করে নেন।

স্থানীয়রা জানান, শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঘোড়ার গাড়িতে এই রাজকীয় বিদায় পুরো এলাকার মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এই বাংলা/এমএস

টপিক