নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
নাসিরনগরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীন সেমিনারের সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কাইয়ুম। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল।
সেমিনারে নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর আব্দুল্লাহ আল মামুন, নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভুইয়া, শ্রীঘর এসইএসডিপি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর দাস, এবং প্রতিবন্ধী শিশু উপবৃত্তি প্রাপ্ত শিশুদের অভিভাবক কবির মিয়া, মোঃ ইব্রাহিম, ইয়াছিন খান, মোমেনা বেগম, রাধা মোহন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি, উপবৃত্তি কর্মসূচির কার্যকারিতা ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
