::: মাগুরা প্রতিনিধি :::
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ছাত্রছাত্রীদের বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাঠ্যক্রমের পাশাপাশি নিজেদের ভবিষ্যত বাংলাদেশের দক্ষ কর্মশক্তি হিসেবে যোগ্য করে তুলতে হবে।
গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘মাগুরায় বিজ্ঞান শিক্ষার প্রসারে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ করার সর্বাত্মক চেষ্টা করব, যেটা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে। আমরা গিয়েই এটা নিয়ে কাজ শুরু করব। আশা করছি, এ বছরেই কাজ শুরু করতে পারব।’
এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে একটি ছাত্রাবাস ও মিলনায়তন করার প্রতিশ্রুতি দেন উপমন্ত্রী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের সবাইকে ভারত, যুক্তরাষ্ট্রের মতো দেশও চাকরির নিশ্চয়তা দিতে পারছে না। এ জন্য সবাইকে নানা বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ সাইফুজ্জামান শিখর।নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ, পুলিশ সুপার মসিউদ্দৌল্লা রেজা।
অনুষ্ঠানে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর নবাগত সকল ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়। একই সাথে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি হয়। বর্ণাঢ্য নবীনবরন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ,যুবলীগ৷ ছাত্রলীগ, কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।