25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

অপহরণ ও মারধরের মামলায় কাউন্সিলর টিনু কারাগারে

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া অপহরণ ও মারধরের মামলায় চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিনু এর আগে র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার ও মারামারির কারণে আলোচিত ছিলেন ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রসিকিউশন শাখার পরিদর্শক মোহাম্মদ আবু তাহের  বলেন, পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলাটির প্রধান আসামি টিনু। আজ (মঙ্গলবার) তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

জানা গেছে, নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে যুবলীগ নেতা ও ব্যবসায়ী মেহেদী হাসান রাকিবকে তুলে নিয়ে মারধরের অভিযোগে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ মার্চ চমেক হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে রাকিবকে টিনুর নির্দেশে কয়েকজনের নেতৃত্বে তুলে নিয়ে মারধর করা হয়। মামলায় মোট ৬ জনের নাম উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর