25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

কাচ্চি ভাই ও চুমুকের মালিক ম্যানেজার গ্রেফতার

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

বেইলি রোড়ের ভবনে আগুন লাগার ঘটনায় কাচ্চি ভাই রেস্টুরেন্ট ও চুমুকের মালিক, ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।  বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুনে প্রাণহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খ মহিদ উদ্দিন এ তথ্য জানান।

গ্রেপ্তার তিনজন হলেন ভবনটির নিচতলার চা-কফির দোকান ‘চুমুক’র দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং তৃতীয় তলার বিরিয়ানি রেস্তোরাঁ ‘কাচ্চি ভাই’র ম্যানেজার জয়নুদ্দিন জিসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগুনে প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ওই ভবনটি আগুন লাগে, নিয়ন্ত্রণে আসে ১২টার কিছুক্ষণ আগে। এতে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর